মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জাতীয় ভোক্তার অধিকারের অভিযানে গাংনীতে দুই প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা প্রচণ্ড গরমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এডভোকেট শেখ হাবিবুর রহমান। কুড়িগ্রামে বখাটের দায়ের কোপে স্কুল শিক্ষার্থী আহত বোয়ালমারীতে বি আর ডি বির পদ দখলে মরিয়া এক আওয়ামীলীগ নেতা! ঠাকুরপুরে সরকারী হালট দখল করে রান্না ঘর জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা র‌্যাবের অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত** নওগাঁয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস পুলিশের সুপারের

পাওনা টাকার জন্য ঝালমু‌ড়িওয়ালার হা‌তে মসলা বি‌ক্রেতা খুন

 

কামরুল হাসান কাজল , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কু‌ড়িগ্রােম জেলার উলিপু‌র উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমু‌ড়ি বি‌ক্রেতার হা‌তে এক মসলা বি‌ক্রেতার মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার (২৭ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাহবুল হো‌সেন (৪৫)। তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে।

অভিযুক্ত আলেপ উদ্দিন (৫০) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, মাহবুল হো‌সেন ফে‌রি ক‌রে মসলা বিক্রি করতেন। আলেপ উদ্দিনও ফে‌রি ক‌রে ঝালমু‌ড়ি বিক্রি ক‌রেন। একপর্যা‌য়ে তাদের ম‌ধ্যে সখ্য গড়ে ও‌ঠে। মাহবুল আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন। রোববার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করা হয়। এসময় পাওনা টাকাকে কেন্দ্র ক‌রে উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলে‌প তার হা‌তে থাকা চাকু দি‌য়ে মাহবুলকে আঘাত করেন। প‌রে স্থানীয়রা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ মোঃ জিল্লুর রহমান ব‌লেন, এ ঘটনায় মামলা ন‌থিভুক্ত হ‌য়ে‌ছে। এরইমধ্যে অভিযুক্ত‌কে গ্রেফতার ক‌রা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত