রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ ১০ জন আটক রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি রূপগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইউপি সদস্য গ্রেফতার নওগাঁর মান্দা পরানপুর ফেটগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল হাতিয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে জয়পুরহাটে ৯ বছরের শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

উৎসবমূখর পরিবেশে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১০টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লতিফুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন প্রার্থী হলেন-মোঃ সাহাবুদ্দীন খোকন, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ মোকসেদ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, শংকর কুমার রায়।

সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী হলেন-মোঃ নয়ন, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুদ রানা, অর্থ সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মোঃ আব্দুস সাত্তার, মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থী হলেন-মােঃ লাবু, মোঃ সুমন, প্রচার সম্পাদক পদে দুইজন প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সোহাগ হোসেন।

আর কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থী হলেন-মোছাঃ মর্জিনা খাতুন, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম।

এই নির্বাচনে সর্বমোট ৩ হাজার ৮৮৫ জন শ্রমিক ভোটারের মধ্যে
৩৪৪০ জন ভোটার ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আব্দুল মজিদ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত