সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সামান্য লবণ বিক্রেতা কি করে ৭৪টি শিল্পের মালিক: প্রশ্ন মানববন্ধনে কুড়িগ্রাম উলিপুরে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল মেহেরপুর চাঁদবিলে জামায়েত ইসলামির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত পাওনা টাকার জন্য ঝালমু‌ড়িওয়ালার হা‌তে মসলা বি‌ক্রেতা খুন র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আনিস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় সরকারী হালটে পাকা স্থাপনা যোগাযোগ বিড়ম্বনায় ২০ পরিবার দিশেহারা গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের সাথে চলন্ত কার্ভাড ভ্যানের সংঘর্ষ।।আহত-১ রাজারহাটে যানজট নিরসনে জরুরি সভা। চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ ১০ জন আটক

 

মোঃ মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর শহরের লিলিমোড় (পাহাড়পুর) এলাকায় মৃত নুরুল হুদার বাড়ি থেকে তার ছেলে মেডিসিন মার্ট এর স্বত্বাধিকারী সুষম ও ৪ নারীসহ ৬ পুরুষকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

 

https://youtube.com/@sopnotelivision?si=AfqORi5f4Ac8_1Ld

২৫ এপ্রিল শুক্রবার মধ্যরাতে শহরের লিলির মোড় (পাহাড়পুর) এলাকায় কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মৃত নুরুল হুদার বাড়ি হতে “মেডিসিন মার্ট” এর স্বত্বাধিকারী সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে থাকাবস্থায় আটক করে দিনাজপুর কোতোয়ালী থানার পুলিশ।
আটককৃতরা হলেন, দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মৃত নরুল হুদা ছেলে আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), ঈদগা আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের ছেলে গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোধ পালিগা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মো: পারভেজ আলম রাজু (২১), দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের পুনেন্দ্র রায়ের ছেলে বিষ্ণু রায় (২৬), দিনাজপুর সদর উপজেলার পুলহাট মাঝিপারা এলাকার ফজলুর রহমানের ছেলে শামিম হোসেন (৪৫), কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (৩৫), সদর উপজেলার মাধবপুর মেডিকেল মোড় এলাকার গোলাম মোঃ মমতাজুল রহমান রাজের স্ত্রী জবা চৌধুরী সারা (১৮), লালমনিরহাটের মিশন মোড় এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে মোছা, রিমি বেগম (২৩), একই এলাকার মৃত তৈয়ব আলীর মেয়ে মোছা. মনি আক্তার (১৮) ও লালমনিরহাটের খানাপারা রেলওয়ে কলোনির মৃত কুকির মেয়ে মোছা, নিলিমা ইসলাম (১৯)।
২৬ এপ্রিল শনিবার দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মতিউর রহমান প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ৭ টি স্মার্ট ফোন এবং ২টি বাটন ফোন ও সাথে নগদ ১ লাখ ১২ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হওয়ার পর শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত