সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড চনপাড়া ইউপি সদস্য শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সমশের উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন এলাকার
হাসমত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ৫ আগষ্টের পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার রাতে পূর্বাচল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে ।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শমসেরকে বিস্ফোরক আইনের মামলা ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।