সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সামান্য লবণ বিক্রেতা কি করে ৭৪টি শিল্পের মালিক: প্রশ্ন মানববন্ধনে কুড়িগ্রাম উলিপুরে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল মেহেরপুর চাঁদবিলে জামায়েত ইসলামির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত পাওনা টাকার জন্য ঝালমু‌ড়িওয়ালার হা‌তে মসলা বি‌ক্রেতা খুন র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আনিস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় সরকারী হালটে পাকা স্থাপনা যোগাযোগ বিড়ম্বনায় ২০ পরিবার দিশেহারা গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের সাথে চলন্ত কার্ভাড ভ্যানের সংঘর্ষ।।আহত-১ রাজারহাটে যানজট নিরসনে জরুরি সভা। চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সরকারি নির্দেশনা উপেক্ষা করেতে দেখা গেছে কুড়িগ্রামের সর্বত্রই। এলাকার উপজেলা পর্যায়ের সরকারি অফিস ব্যতীত জেলার সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সহ অধিকাংশ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করতে দেখা যায়নি।
তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সরকারি নির্দেশনা উপেক্ষার করার কারণ জানতে মুঠোফোনে কথা বলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী উপজেলা সদরের সরকারি অফিস ব্যথিত সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে শোক পালনের সরকারি নির্দেশনা সর্বত্রই অমান্য করে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি।
এ প্রসঙ্গে উলিপুর কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম কে ফোন করলে রিসিভ না হওয়ায় সহকারী প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “কিসের জন্য পতাকা অর্ধনমিত থাকবে। ওই শিক্ষক উল্টো সাংবাদিকের ওপর চড়াও হয়ে বলেন, তুমি হিন্দু না মুসলমান, সরকার নির্দেশ দিলেই একজন খ্রিস্টান লোকের মৃত্যুতে শোক পালনের কোন যুক্তি আমার কাছে নেই।’ কাগজীপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম জানান, ‘আমি ম্যাসেজ‌ পেয়ে দ্রুত স্কুলে গিয়ে পতাকা অর্ধনমিত করণের বিষয়টি নিশ্চিত করি।
জাতীয় পতাকা অর্ধনমিত না করার বিষয়ে বাকরেরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা মুঠোফোনে বলেন, নির্দেশ দেওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন রাষ্ট্রের আদেশ নির্দেশ অমান্য করা ধৃষ্টতার সামিল। আর‌ কদমতলা দ্বিমুখী স্কুলের ওই শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, “উনি কিভাবে শিক্ষকতা করেন এটি অবাক কান্ড। উপজেলা মাধ্যমিক অফিসারকে বলে এখুনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত