রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ ১০ জন আটক রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি রূপগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইউপি সদস্য গ্রেফতার নওগাঁর মান্দা পরানপুর ফেটগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল হাতিয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে জয়পুরহাটে ৯ বছরের শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

ধর্ষককে নিয়ে উত্তেজনা বীরগঞ্জে পুলিশের উপর দুর্বৃত্তের হামলা গাড়ি ভাংচুর, থানায় মামলা।

 

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:
সন্দেহ ভাজন শিশু ধর্ষণের চেষ্টা ঘটনায় লংকা কান্ড. সম্ভাব্য মরিচা ইউপি চেয়ারম্যান প্রার্থীদ্বয়ের উপস্থিতিতে সন্দেহ ভাজন ধর্ষক দুলাল কে জুতার মালা গলায় পরিয়ে বিক্ষুব্দ জনতা সোপর্দ করার পরেও পুলিশের উপর হামলা এবং ভাংচুর করেছে তাদের সরকারী গাড়ী।

দিনাজপুরের বীরগঞ্জে গতকাল
২৪ এপ্রিল’২০২৫ বৃহস্পতিবার সকাল ৮ টা হতে সারাদিন বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন মাস্টার মোড়ে এই ঘটনা ঘটেছে।

একজন ভ্যান চালকের কথামত সন্দেহ জনক ধর্ষক ‎দুলাল কে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সারাদিন বিক্ষোভ করে স্থানীয় বিক্ষুব্দ জনতা।

‎প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায় সকাল ৮ টার দিকে মাস্টার মোড় দারুল উলুম রব্বানীয়া নূরানী ও হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ৩য় শ্রেণীর ছাত্রী চলমান পরীক্ষা দিতে আসছিল।
পথিমধ্যে ঐ এলাকার শফিকুলের পু্ত্র দুলাল (৫৪) নিজের ভুট্টা ক্ষেতে এলে সেখানে শিশু ছাত্রীর সাক্ষাৎ হয়, তাকে থামিয়ে বাবা-মা সহ তার নাম গ্রাম জিজ্ঞেস করে।

তাদের কথোপকথনের দৃশ্যটি এক ভ্যান চালক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কে ভিন্ন ভাবে উপস্থাপন করে, সে জানায় দুলাল সম্ভবত শিশু মেয়েটি কে ধর্ষনের জন্য টেনে হেচরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভুট্টা ক্ষেতে ঢুকাচ্ছিল অর্থাৎ যৌন নিপীড়ন করেছে।
শিক্ষক এবং মাদ্রাসা কমিটির লোক জন দুলাল কে ডেকে এনে গালমন্দ করে সন্ধ্যায় বিষয়টি নিয়ে আপোষ মিমাংসা করার কথা বলে তাড়িয়ে দেন।
কিন্তু দুলাল তাৎক্ষণিক সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবু তাহের আইয়ুব কে অবগত করার জন্য মাস্টার মোড়ে তার দোকানে আসে।

মেম্বার ও মাদ্রাসার লোকজন বিষয়টি নিয়ে কথা বলাবলির সময় সেখানে আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল হটকারী যুবক এসে দুলাল কে শিশু ধর্ষক হিসেবে আটক করে, কিলঘুষি মারপিট করতে থাকে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে কথিত সন্দেহ ভাজন ধর্ষক দুলালকে এক নজর দেখতে শত শত নারী পুরুষ সমবেত হয় এবং তারা বিচারের দাবীতে বিক্ষোভ করতে থাকে।

পুলিশে খবর দিলে অভিযুক্ত কে গ্রেফতার করে নিয়ে আসতে থানা হতে সকাল সাড়ে ১০ টায় এসআই দেবাশিস তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হন।

কিন্তু ক্ষুব্দ জনগন পুলিশকেও মেম্বারের ঘরে অবরুদ্ধ করে রাখে।

একের পর এক ৩ দফায় থানার ইন্সপেক্টর তদন্ত শিহাবের নেতৃত্বে বেশ কয়েক জন পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তায় দুলালকে জনতার রষানল থেকে উদ্ধার এবং গ্রেফতার করা সম্ভব হয় নাই।

জনগনের দাবী দুলালকে মাথা নেড়ে করে জুতার মালা গলায় পড়িয়ে সমগ্র এলাকা ঘুড়িয়ে পুলিশে দিতে হবে।

পুলিশ উত্তেজিত জনতাকে কোন ক্রমেই সান্তনা দিতে পারছিলো না।

এক পর্যায় মরিচা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আঃ কাদের মাষ্টার ও আহসান হাবীব শামীম এবং তাদের সহযোগী মোশারফ হোসেন রুবেল জনতার উদ্দেশ্য মাইকে কথা বলে দুলাল কে জুতার মালা পড়িয়ে পুলিশের গাড়ীতে তুলে দেয়।

দুলালকে নিয়ে একটি পুলিশ পিকআপ থানায় চলে যায় কিন্তু অন্য আরও দুটি পিকআপ এবং ইন্সপেক্টর তদন্তসহ কিছু পুলিশকে আটক করে ধস্তাধস্তি, বিক্ষুব্দ জনতা ঢিল ছুড়ে এবং গাড়ী ভাংচুরের চেষ্টা করে ফলে অফিসার ইনচার্জের ব্যবহৃৎ গাড়ীটি দুমরে মুচরে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

গতকালের ধর্ষন চেষ্টা অর্থাৎ যৌন নিপীড়িত এবং পুলিশের কাজে বাধাদান, হুমকি ধামকি গাড়ী ভাংচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথক পৃথক ২টি মামলা রেকর্ড করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন.

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত