রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ ১০ জন আটক রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি রূপগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইউপি সদস্য গ্রেফতার নওগাঁর মান্দা পরানপুর ফেটগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল হাতিয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে জয়পুরহাটে ৯ বছরের শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

র‌্যাবের হাতে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

 

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট সদর থানায় বাদীর দায়েরকৃত মামলার বরাত দিয়ে
জানানো হয়, আসামী রুবেল (২৫) ভিকটিমের অশ্লীল ছবি মোবাইলে ধারণপূর্বক তাকে ভয়ভীতি দেখিয়ে ও অশ্লীল ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিবে মর্মে হুমকি দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সংক্রান্তে ভিকটিম নিজে বাদী হয়ে লালমনিরহাট জেলার সদর থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা দায়ের করেন। লালমনিরহাট সদর থানার মামলা নং-৩৭/২০৯, তারিখ- ১৩/০৪/২০২৫ খ্রিষ্টাব্দ।

উক্ত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাটি র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের নজরে আসলে আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় নিশ্চিত হলে ২৪ এপ্রিল আনুমানিক বিকেল পৌনে ছয়টার দিকে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এবং সিপিসি-২ সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্ভুক্ত ভাদাইল এলাকায় অভিযান চালায়। এ সময় উল্লেখিত মামলার আসামী রুবেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত রুবেল লালমনিরহাট সদর থানার অন্তর্ভুক্ত রাজপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত