বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন এর অফিস উদ্বোধন চিলমারীতে ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন  গাইবান্ধায় দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গোবিন্দগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকতার ছদ্মবেশে প্রতারণা: প্রেসক্লাবের তহবিল লোপাটে ব্যাংক কর্মকর্তার সহায়তা! চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ১০ দিনাজপুর সরকারি কলেজে ২ দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসবের বর্ণিল উদ্বোধন শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকে যুক্ত হয়ে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা রেজাউল করিম গ্রেফতার দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

পঞ্চগড়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি পঞ্চগড় মো আরিফুল ইসলাম ইরান

দলীয় কার্যক্রম গতিশীল করতে এবং আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের পৌরসভা চত্বরে সকাল দশটায় উদ্ধোধনের মাধ্যমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক কমিটির আয়োজনে প্রশিক্ষন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন। দেশের ভাল কাজগুলোর শতভাগের মধ্যে ৭০ শতাংশ ভাল কাজ বিএনপি করেছেন। এটি কাগজ কলমের হিসাব। সেজন্যই দেশের মানুষ আস্থা রাখে বিএনপির উপর। দেশের পানির অভাব দূরীকরন নারীদের শিক্ষার প্রসার বিএনপি করেছিলো। তিনি আরো বলেন সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। একই সাথে তিনি বলেছেন, জনমানুষের যে প্রশ্ন- যে চাওয়া, তারসাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলেও জানান তিনি। একই সাথে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি।
কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, , বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ উপস্থিত ছিলেন। সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই কর্মশালায় তারেক রহমান ঠাকুরগাঁও ও দিনাজপুরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন ও নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উপর দেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত