মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন
মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি
পদুয়া, ২৫ ফেব্রুয়ারি ২০২৫: আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পদুয়া বাজারে বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে বিক্রির বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তারা হলেন—
মুহাম্মদ ইউসুফ (মেসার্স তাজবিদ রাইস এজেন্সি) – ২০,০০০ টাকা
বিকাশ সিকদার (বাহাদুর অটো রাইস মিল) – ৫০,০০০ টাকা
রফিকুল ইসলাম (রফিক স্টোর) – ৫,০০০ টাকা
এ সময় বাজারের ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে, যাতে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কারসাজি করতে না পারে।