শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
মেহেরপুর বাগোয়ানের আওয়ামী লীগ নেতা মিঃবাবুল মল্লিক আটক নওগাঁ বিশেষ অভিযান চালিয়ে চাকরাইল বিএমপির নেতার বাড়ী থেকে লিটনের এপিএস টিটু গ্রেপ্তার  বোয়ালমারী তে দুর্ধর্ষ ডাকাতি রাজনৈতিক উত্তেজনায় কুড়িগ্রাম উত্তপ্ত, যুবলীগ নেতাসহ আটক ৬ ফুলবাড়ীতে চোরাই চার্জার ভ্যানের মালামালসহ চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হাতিয়ায় হলিশ সহ ৬টি ট্রলারে ৯৩জন জেলেকে আটক করেছে কোষ্টগার্ড হাটহাজারীতে আওয়ামীলীগ নি-ষি-দ্ধের দা-বীতে বি-ক্ষো-ভ মি-ছিল ও সমাবেশ কুড়িগ্রামের উলিপুরে সালিশের নামে ন্যায়বিচারহীনতার নজির নওগাঁয় সার্ভেয়ার আমিন সমিতির সদস্য মরহুম চানমিয়ার মৃত্যুর সৎ কাজের জন্য আর্থিক অনুদান প্রদান আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

২০২৪ জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি উজ্জল মাইলফলক হয়ে থাকবে —পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, আল্লাহ তায়ালা বলেন, ‘আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি’ (আলে ইমরান ১৪০)। সময়ের আবর্তনে ধনী গরীব হয়, গরীব ধনী হয়। ২০২৪ সালে মহান আল্লাহ-র এই আয়াতের বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি। যে দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার বিগত ১৫ বছরের সকল আন্দোলনকে প্রতিহত করে জুলুমশাহী অক্ষত রেখেছিলো সে ২০২৪ সালে মাত্র দেড় মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষয় ও অমর হয়ে থাকবে। এই জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের আরেকটি উজ্জল মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষিতে ২০২৪ সাল উজ্জল আলোকবর্তিকা হলেও বিশ্বের প্রেক্ষিতে তা কলংকময় সময় হিসেবে বিবেচিত হবে। পুরোটা বছর জুড়ে ইজরাইলি হায়েনারা যেভাবে গণহত্যা চালিয়েছে তার নজীর ইতিহাসে নাই। শতকোটি মানুষের চোখের সামনে ঘটিত এই নারকীয় গণহত্যার জন্য ২০২৪ সাল ইতিহাসে বারংবার আলোচিত হবে। যদিও সিরিয়ার মানুষের মুক্তি একটি ইতিবাচক দিক হয়ে থাকবে। সবমিলিয়ে ২০২৪ একটি স্বরণীয় বছর হয়েই থাকবে।
পীর সাহেব চরমোনাই বলেন, আজ ২০২৫ এর প্রথম দিন। সময় গননায় নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। এই বিশেষ মুহুর্তে দেশবাসীর জন্য শুভ ও কল্যাণের প্রার্থণা করছি এবং তাদের জন্য শুভ ইচ্ছা প্রকাশ করছি। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তার যথার্থ ব্যবহার যেনো আমরা করতে পারি তা কামনা করছি।আসলে সুযোগ বারংবার আসে না। সময় সর্বদা পক্ষে থাকে না। এখন সময় জনতার পক্ষে। রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্ত আইন ও রীতির ওপরে প্রতিষ্ঠা, রাজনৈতিক বন্দোবস্ত বিচার বিশ্লেষণ করে নতুন ও শুদ্ধ বন্দোবস্ত কায়েম করা এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে তা যেনো কোনভাবে নষ্ট না হয়, কেউ যেনো তা নষ্ট করতে না পারে সেজন্য জনতাকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। একই সাথে সময় গননার এই নতুন অধ্যায়ের শুরুতে সকলের প্রতি আহবান করবো যে, আসুন, নিজে নিজেকে বিচার করি। নিজের ভুল-ভ্রান্তি নিয়ে তওবা করি এবং আগামী দিনগুলো যেনো মহান আল্লাহর নির্দেশিত পথে কাটাতে পারি সেই প্রতিজ্ঞা করি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর নতুন বছরের শুরুতে আনন্দ উদযাপনের নামে পশ্চিমা অপসংস্কৃতির কিছু চর্চা দেখা যায়। এটা থেকে বিরত থাকার আহবান করছি। কারণ আমাদের নিজেদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। যা ইসলাম বিধৌত ও সুন্দর-শালীন। সেখানে পশ্চিমা উগ্র, উৎশৃঙ্খল সংস্কৃতি চর্চা করা আমাদের জন্য শোভনীয় না। সকল পংকিলতা দুর হয়ে শুভ্র সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মানের কাল হয়ে উঠুক ২০২৫ এই প্রত্যাশায় করি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত