রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ ১০ জন আটক রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি রূপগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইউপি সদস্য গ্রেফতার নওগাঁর মান্দা পরানপুর ফেটগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল হাতিয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে জয়পুরহাটে ৯ বছরের শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

 

আখলাক হুসাইন, সিলেট থেকে:

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন সেনা ক্যাম্প থেকে পরিচালিত পৃথক দুইটি অভিযানে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ ভারতীয় জিলেট ব্লেড, লেহেঙ্গা ও কসমেটিক জব্দ করেছে সেনাবাহিনী। এসময় ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (২৫এপ্রিল) রাত সাড়ে ৮টায় ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহল টিম গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর-পশ্চিমে লামা ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। স্পটে গিয়ে ২জন ব্যক্তিসহ মিনি ট্রাক ও একটি গোডাউন থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী আটক করে।

আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারাইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমেদ।

এদিকে পৃথক আরেক অভিযানে রাত ১০ টার দিকে ২৭ বীর ইউনিটের টহলটিম গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের ১টি গোডাউন থেকে ভারতীয় অবৈধ বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, ৫ কার্টন জিলেট ব্লেড, ২১৩ পিস স্ক্রিন সাইন ক্রিম ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পৃথক দুটি অভিযানে আটক দুইজন সহ জব্দকৃত মালামাল সমূহ শনিবার (২৬ এপ্রিল) প্রথম প্রহরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত