রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
রংপুর বুরো
চলতি বছরের ৯ ফেব্রুয়ারী কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন কড়াই বরিশাল ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনায় চিলমারী মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার মামলা নং-০২/২৫; তারিখ- ০৯/০২/২০২৫; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০।
র্যাবের অভিযানের ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল ২৫ এপ্রিল জানতে পারে, চিলমারী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মধু মিয়া (৩২) গাইবান্ধা সদর থানাধীন একাডেমি বাজার এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে সন্ধ্যা সোয়া সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার অন্তর্ভুক্ত ভাসারপাড়া গ্রামের মৃত মোজা মিয়ার ছেলে মধু মিয়া। গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ পুলিশ ফাঁড়ীর নিকট হস্তান্তর করা হয়েছে।