আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩ এবং র্যাব-৭ এর যৌথ অভিযানে ফেনী জেলার সদর থানাধীন এলাকা হতে দিনাজপুর জেলার বিরামপুর থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী গ্রেফতার।
র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, চলতি বছরের ২৭ মার্চ বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন জাহাজডাঙ্গী কালিশহর এলাকায় ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং- ২১/১০৪, তারিখ- ১৭/০৪/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী- ২০০৩) এর ৭/৯(১)।
এরই প্রেক্ষিতে শনিবার ২৬ এপ্রিল দুপুরে আত্মগোপনে পলাতক থাকা আসামীকে ফেনী জেলার সদর থানাধীন লেমুয়া বাজার সংলগ্ন এলাকা হতে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর এবং র্যাব-৭ সিপিসি-১ ফেনী এর চৌকস যৌথ আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন রতনপুর কামারপাড়া গ্রামের মোনায়েম এর ছেলে জিহাদ (২০)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###