মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে নীলফামারীর সৈয়দপুর থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতারসহ নাবালিকা ভিকটিম উদ্ধার।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে জানানো হয়, যে,গত ২৮ মার্চ ২০২৫ সকালে এজাহার ভুক্ত আসামী শাওন @ আজিউল এবং তার সহযোগীরা মিলে নাবালিকা মেয়েকে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন পূর্ব বেলপুকুর গ্রাম হতে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পিতা ঘটনাটি জানতে পেরে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তাং-০৪-০৪-২০২৫ খিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /২০২০) এর ৭/৩০ ধারা। অপহরণের ঘটনাটি এলাকায় বেশ চঞ্চলের সৃষ্টি করে।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে তৎপরতা শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল রাত আনুমানিক সোয়া আটটার দিকে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ও র্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাধুখোলা এলাকা হতে নাবালিকা ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী নীলফামারী জেলার সৈয়দপুর থানার অন্তর্ভুক্ত পূর্ব বেলপুকুর (সুতারপাড়া) গ্রামের বুদু মিয়ার ছেলে শাওন @ আজিউল (২৮)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিমসহ ধৃত আসামীকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ###