মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জাতীয় ভোক্তার অধিকারের অভিযানে গাংনীতে দুই প্রতিষ্ঠানের ৫৫ হাজার টাকা জরিমানা প্রচণ্ড গরমে কৃষকদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এডভোকেট শেখ হাবিবুর রহমান। কুড়িগ্রামে বখাটের দায়ের কোপে স্কুল শিক্ষার্থী আহত বোয়ালমারীতে বি আর ডি বির পদ দখলে মরিয়া এক আওয়ামীলীগ নেতা! ঠাকুরপুরে সরকারী হালট দখল করে রান্না ঘর জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালী ও আলোচনা সভা র‌্যাবের অভিযানে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত** নওগাঁয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস পুলিশের সুপারের

মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত**

স্টাফ রিপোর্টার: মোঃ শাহজাহান বাশার

“হত্যা-নির্যাতন করে সুন্নি সুফিবাদী জনতাকে দাবিয়ে রাখা যাবে না” — বক্তারা**

গাজীপুরের টঙ্গী থানার আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যার প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া এবং মইনীয়া যুব ফোরাম।
২৮ এপ্রিল, সোমবার বিকেলে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশে বিপুল সংখ্যক পীর-মাশায়েখপ্রেমী, সুফিবাদী অনুসারী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন,
২৬ এপ্রিলের “পীর ওলামা মাশায়েখ সুন্নি সুফিবাদী জনতার মহাসমাবেশ” বাতিল হওয়ার পর জঙ্গি ও উগ্রবাদী মহল আতঙ্কিত হয়ে পড়ে। তারা সুন্নি সুফিবাদী শক্তির শান্তিপূর্ণ উত্থান দেখে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় মাওলানা রইস উদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের পক্ষে জোরালো অবস্থান নেওয়ায় মাওলানা রইস উদ্দিন বাংলাদেশের প্রথম শহীদ। তার রক্ত বৃথা যাবে না। দেশবিরোধী উগ্র জঙ্গিরা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার গভীর ষড়যন্ত্র করছে, যা কখনো সফল হবে না। সুন্নি সুফিবাদী জনতা এই হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বক্তারা আক্ষেপ করে বলেন, বর্তমানে দেশে মবের রাজত্ব কায়েম হয়েছে। খুন, ধর্ষণ, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দিনদিন বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। কোথাও আইনের শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। দুষ্কৃতিকারীরা আজকাল একটি ‘কমন ইস্যু’ দাঁড় করিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, কিন্তু প্রকৃতপক্ষে এরা ফ্যাসিবাদের দোসর এবং নিজেদের লুটপাট ও দখলদারিত্বের রাজত্ব কায়েমের হাতিয়ার হিসেবে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বক্তারা সুন্নি জনতাকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধন ও সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন:
– আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এসপি আবুল কালাম আজাদ,
– আঞ্জুমানের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মিয়া,
– মইনীয়া যুব ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসাইন,
– খলিফা মুহাম্মদ মোশারফ হোসেন মিয়া,
– খলিফা মোঃ শাহ আলম মাইজভাণ্ডারী,
– চৌধুরী মোহাম্মদ হোসেন,
– মোহাম্মদ মাহিদুল ইসলাম মাহি,
– মোহাম্মদ ফরহাদ হোসেন,
– মইনীয়া যুব ফোরামের প্রচার সম্পাদক জাহিদ হাসান শ্যামল,
– সহ-দপ্তর সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া,
– মোহাম্মদ আনিসুজ্জামান বাবু,
– ফরহাদ মুন্সী,
– মোঃ আল মামুনসহ আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা দেশব্যাপী সুন্নি সুফিবাদী জনতার অধিকার প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ সময় তারা শহীদ মাওলানা রইস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন এবং তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত