শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
ফাতিমা আক্তার লিজা
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ মো. জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভারতেরছড়া এলাকায় জনৈক জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা ভারতেরছড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নং-১১, তারিখ-২৪/০৪/২০২৫) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।