সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
আব্দুল মতিন মুন্সী ( বোয়ালমারী, ফরিদপুর)
বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী একটি সরকারি হালট দখল করে পাকা ঘর নির্মাণ করছেন স্থানীয় বাসীন্দা আব্দুর রাজ্জাক শেখ।শুধু ঘর তুলেই ক্ষ্যান্ত হননি তিনি হালটের অপরাংশ থেকে মাটি তুলে ওই ঘরের মেঝে ভরাট করছেন রাজ্জাক শেখ।এতে পুরো হালটটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এর অপর প্রান্তে বসবাসকারী প্রায় ২০ টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে ভুক্তভোগীদের মাঝে। পরিত্রাণ পেতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর দরখাস্ত দিয়েছেন তারা।
সরেজমিন অনুসন্ধান কালে গ্রামের মোঃ আজিজুর রহমান,হানিফ শেখ,কাউছার শেখ,জিবালু শেখ,সালেহা বেগম জানান,ডাক্তার দিলীপ রায় হোমিওপ্যাথি হাসপাতাল থেকে মৃত মোকাদ্দেস মাস্টারে বাড়ি পর্যন্ত হালটটি লম্বায় প্রায় দেড় শত ফুট এবং চওড়ায় ১২ ফুট। এর শেষ প্রান্তে বসবাসকারী ২০ টি পরিবারের প্রায় শতাধিক মানুষের মূল সড়কে যোগাযোগের একমাত্র মাধ্যম এই হালট। আর-এস,এস-এ ও বি,এস জরিপের মানচিত্রে এই হালটের অস্তিত্ব বিদ্যমান। কিন্তু উক্ত রাজ্জাক শেখ কেবল গায়ের জোরে হালটের মাঝ বরাবর প্রায় তিন শতক জায়গা দখল করে এক অংশে পাকা ঘর নির্মাণ এবং অপরাংশে গর্ত খুঁড়ে মাটি উত্তলন করছেন। এতে পুরো হালটির অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে উল্লেখিত পরিবারগুলো। তারা এখন এ-বাড়ি ও-বাড়ির উপর দিয়ে মূল সড়কের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ভুক্তভোগীরা আরো বলেন, এসিল্যান্ড বরাবর দরখাস্ত দেওয়ার পর তিনি প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বললেও তাতে কর্ণপাত করছেন না প্রভাবশালী রাজ্জাক শেখ। বরং জনবল বৃদ্ধি করে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছেন। অপরদিকে প্রশাসনে দরখাস্ত দেয়ার কারণে আব্দুর রাজ্জাক ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দিয়ে চলেছেন বলে অভিযোগ । জানতে চাইলে অভিযুক্ত রাজ্জাক বলেন, আমার জায়গায় আমি কাজ করছি। মাফ-ঝোকে যদি সরকারী প্রমাণ হয় তবে ক্ষতিপূরণ দিয়ে হালট নির্মাণ করে দেব। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা সহকারী কমিশনার গোলাম রব্বানী সোহেল মুঠোফোনে বলেন,দরখাস্ত পেয়ে লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলেছি। এখন জেলায় মিটিংয়ে আছি। ফিরে সরেজমিন গিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।