সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
মোস্তফা আল মাসুদ,বগুড়া।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। আহত রিয়াদ হাসান বর্তমানে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসাধীণ রয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার রিয়াদ হাসান জেলার গাবতলী উপজেলার শালুকগাড়ী এলাকার বাসিন্দা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক পদে রয়েছে।
এদিকে অভিযুক্ত সিফাত বগুড়া জেলা বিএনপির সদস্য ও পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকের ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসান আলতাফুন্নেছা খেলার মাঠে আড্ডা দিচ্ছিলো। এসময় সিফাত ও রিয়াদ তর্কে জড়ায়। তর্কের একপর্যায়ে সিফাত হাত দিয়ে রিয়াদের মাথায় আঘাত করে পাশেই মসজিদের ভেতর ঢুকে পরে। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কয়েক নেতারা মসজিদের সামনে অবস্থান নেয়। পাশাপাশি সদর ফাঁড়ী পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।
তিনি আরো বলেন, এঘটনার পরপরই সিফাতকে উদ্ধার করতে ছুটে আসে তার বাবা ফারুক। পুলিশের উপস্থিতিতে সিফাতের বাবা ফারুকসহ বেশ কয়েক বিএনপি নেতারা এসে অভিযুক্ত সিফাতকে ছটকে নিয়ে যায়। এতে ক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এদিকে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত সিফাত কে তার বাবা বিএনপি নেতা ফারুক এসে ছটকে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সদর ফাঁড়ীর পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মারধরের বিষয়টি শুনেছি। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তকে নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই৷ লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।