শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনের পক্ষে সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক শাহজাহান বাশার

 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের এক নৃশংস নজির হয়ে উঠেছে গাজা উপত্যকায় ইসরাইলের হামলা, যেখানে শতাধিক নিরীহ প্রাণ আজকের এই বিভীষিকায় পরিণত হয়েছে। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সমাজের নীরবতা, শান্তির কোলাহল নিয়ে ফিলিস্তিনিদের শোক-বিলাপের মুহূর্তে, ফেনীর সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শাহজাহান বাশার এক চরম আহ্বান জানিয়েছেন। তিনি সবার কাছে বিশ্বাস করেন, এই মুহূর্তে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা কঠিন।

শাহজাহান বাশার তার হৃদয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্ব জুড়ে চলমান এই বর্বরোচিত গণহত্যায় ফিলিস্তিনিরা আজ একাই। আমি তাদের সঙ্গে আছি। কিন্তু আমাদের একের পক্ষে কণ্ঠরোধ করতে পারবে না। মুসলিম বিশ্বের সকল জাতি, জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একে অপরকে এগিয়ে নিতে হবে, একে অপরকে শক্তি দিতে হবে। গাজা ও তার জনগণ আজ এক নিষ্ঠুর বাস্তবতার শিকার, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায় শুধুমাত্র বলার জন্যই প্রতিবাদ জানাচ্ছে—অথচ এটাই তাদের দায়িত্ব ছিল।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত