সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
কামরুল হাসান কাজল , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রােম জেলার উলিপুর উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার হাতে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহবুল হোসেন (৪৫)। তিনি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বানু শেখের ছেলে।
অভিযুক্ত আলেপ উদ্দিন (৫০) একই এলাকার কুড়ারপার গ্রামের আছম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহবুল হোসেন ফেরি করে মসলা বিক্রি করতেন। আলেপ উদ্দিনও ফেরি করে ঝালমুড়ি বিক্রি করেন। একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে। মাহবুল আলেপ উদ্দিনের কাছে টাকা ধার নেন। রোববার আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে মাহবুল যাওয়ার পথে তার পথরোধ করা হয়। এসময় পাওনা টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলেপ তার হাতে থাকা চাকু দিয়ে মাহবুলকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।