রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ ১০ জন আটক রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি রূপগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইউপি সদস্য গ্রেফতার নওগাঁর মান্দা পরানপুর ফেটগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল হাতিয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে জয়পুরহাটে ৯ বছরের শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

নওগাঁর মান্দা পরানপুর ফেটগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধীদের জের ধরে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে।

আজ শনিবার ২৮ শে এপ্রিল, সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম গ্রামে মারধরের ঘটনা ঘটে।
আহত সেনাসদস্যের নাম আফজাল হোসেন (৭০)। তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় মোস্তাক আহমেদসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩-৪জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, আজ শনিবার সকালে বিবাদমান জমি থেকে প্রতিপক্ষের লোকজন বাঁশ কেটে নেওয়ার সময় বাধা প্রদান করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় ও মারধর করে।
আমার ডাক চিৎকারে লোকজনে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ #

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত