রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ নুরুল ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ১৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম নুরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জিল্লুর রহমান পেয়েছেন ৬২০ ভোট। সহ-সভাপতি ১৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শংকর কুমার রায় পেয়েছেন ৫১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১১৯৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ৮৪১ ভোটে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ জাকির হোসেন পেয়েছেন ৮১৬ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে
মোঃ লতিফুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ১৬৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৮৬ ভোট। দপ্তর সম্পাদক পদে মোঃ লাবু ১১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সুমন পেয়েছেন ১০৭০ ভোট।
প্রচার সম্পাদক পদে ১৪৬২ পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৮৫৩ ভোট।
আর সদস্য পদে দুইজন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দুজনের মধ্যে মোছাঃ মর্জিনা পেয়েছেন ১২২২ ভোট ও মোঃ ফরিদুল ইসলাম পেয়েছেন ১০০৯ ভোট।
এর আগে শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ১০টি পদের বিপরীতে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে মোঃ লতিফুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে সর্বমোট ৩ হাজার ৮৮৫ জন ভোটারের মধ্যে
৩০৩৮ জন ভোটার ভোট প্রদান করেছেন।