রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাহাজুল ইসলাম (৫৭) নামে এক প্রধান শিক্ষক নিহত এবং তার দুই ছেলে আহত হওয়ার অভিযোগ উঠেছে।গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
নিহত সাহাজুল ইসলাম উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত্যু মফিজ উদ্দিন এর ছেলে।সে নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হামলায় আহত হওয়া তার ২ ছেলে শিবলী সাদিক ও সায়হাম সাদিক।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার তাহেরগঞ্জ বাজারে নিরঞ্জন এর দোকানে সাহাজুল ইসলামের সঙ্গে আসামী রনি মিয়া (৩২) তার স্ত্রী মোছাঃ নাজমিন নাহার (২৮) এবং ছেলে মেস্তাহুল সহ পাওনা টাকা দাবী করে। তর্ক বিতর্কের একপর্যায়ে আসামীরা ধাক্কাধাক্কি করে। এ ঘটনা শুনে সাহাজুল ইসলামের ছেলে শিবলী সাদিক এবং এস এম সাইহাম সাদিক ঘটনাস্থলে আসলে আসামীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এসময় আসামি রনি মিয়া দৌড়ে তার দোকানে গিয়ে ধারালো ছোরা এবং মোটরসাইকেলের ক্রাং এর সাথে পাইপ ঝালাই দেওয়া অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়ি ভাবে সাহাজুল মাস্টার ও তার ছেলেদেরক মারপিট করে গুরুতর জখম করে। আসামি রনি মিয়ার আঘাতে ঘটনাস্থলে সাহাজুল মাস্টার মাটিতে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত সাহাজুল মাস্টার ও তার ছেলে শিবলী সাদিক এস এম সাইহাম সাদিকদেরকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাজুল মাস্টার কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ছেলে এসএম শিবলী সাদিক বাদী হয়ে একটি এজাহার দায়ের করিলে ঘটনার সাথে জড়িত রনি মিয়া নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মতিন বলেন,সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে রনি মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
রোকনুজ্জামান রোকন
উপজেলা প্রতিনিধি
নবাবগঞ্জ (দিনাজপুর)
তা: ২৬-০৪-২০২৫
০১৭২৪৬৬৪৭৮২