রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দেশের সবচেয়ে উঁচু পতাকা উড়বে তেঁতুলিয়ার’ বাংলাবান্ধায়। দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবিতে দুই ভুয়া ডিবি আটক চুয়াডাঙ্গার দামুড়হুদায় ব্রাক মোড় থেকে ছাগল চোর আটক। উন্নত রাষ্ট্র গড়তে হলে পুলিশকে শক্তিশালি করতে হবে: পুলিশ সুপার মারুফাত ঈদগাঁওতে ওপেন হাউজ ডে- আওয়ামী দোসরদের গ্রেপ্তার দাবি ঢাকায় চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ” বাঁশের সাঁকোয় ভরসা ২ উপজেলার মানুষের নওগাঁয় মানবিক বাংলাদেশ শীর্ষক বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত। গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রফিককে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকায় চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ”

” ঢাকায় চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার:-

ঢাকা সাভারে মহাসড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ডভ্যান চুরি করে গাড়িটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে একটি চোর চক্র। এ ঘটনায় ৩ দিন পর চোর চক্রের তিন সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটির অংশবিশেষ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
গ্রেফতাররা হলেন, রাজধানীর উত্তর বাড্ডার আরমান (২২), ময়মনসিংহ জেলার সুজন (৩০) ও সোহাগ (২৫)।

পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল রাতে সাভারের ব্যাংকটাউন এলাকার রাস্তার পাশ থেকে চুরি যাওয়া কাভার্ডভ্যান গাড়িটির মালিক শেখ মহিউদ্দিন সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া গাড়িটির অংশবিশেষ। পরে শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত