মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি: ২৮ এপ্রিল’২৫
জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় জয়পুরহাট জেলা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী সার্কিট হাউস পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।
পরে আদালত চত্তরে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মজিবুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায়,
নারী ও শিশু আদালতের বিচারক আব্দুল মোক্তাদির ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম জান্নাতুল রাফিন সুলতানা।