বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত বিএসটিআই’র যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানের জরিমানা নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার-৩ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক গোবিন্দগঞ্জে বাড়ীতে হামলা ও বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘন্টা পর উদ্ধার, মূল অভিযুক্ত সঞ্চয় গ্রেফতার নওগাঁর পোরশায় ৮ম শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণের মামলায় দুইজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অভিযানে চুরি হওয়া গরুসহ দুই চোর গ্রেফতার  পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ মেহেরপুরে নিম্ন আদালতের দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সদর উপজেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জে দেবীনগর বাসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ তারিক মঙ্গলবার দুপুর ১২ টায় সদর উপজেলা প্রকৌশলী এলজিইডির নির্বাহী জনাব আজহারুল ইসলাম বরাবর মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। এই মানববন্ধনে দেবীনগর ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধনে দুরুল হোদাসহ বক্তরা বলেন ঝুকিপূর্ণ কাচা রাস্তা সংস্কার ও মেরামত প্রসঙ্গে এলাকাবাসী নিম্নস্বাক্ষরকারীগন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৮নং দেবীনগর ইউনিয়ন এর ১,২,৩,৪ নং ৪ টি ওয়ার্ডের প্রায় ৭০,০০০ হাজার মানুষ বসবাস করে। সদর উপজেলার সকল এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের ছোয়া লাগলেও এইসব ওয়ার্ডের রাস্তাঘাট পুরোপুরি অবহেলিত অবস্থায় রয়েছে। বছরের পুরো সময় ধরে এসব রাস্তাঘাট মানুষ এবং যান চলাচলের জন্য অনুপযুক্ত হলেও বর্ষাকালে এই রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে পড়ে, এতে করে সাধারণ জনগণের পাশাপাশি শিক্ষার্থীরা মহা দূর্ভোগে পড়ে যায় এবং শিক্ষা কার্য্যক্রম ব্যাহত হয়।

এর ফলে সার্বিকভাবে পিছিয়ে পড়া উক্ত এলাকার শিক্ষার্থীরা আরো পিছিয়ে পড়ছে। এর ফলে দেশে যেমন বেকারত্বের হার বাড়ছে তেমনিভাবে সাধারন কৃষকরা কৃষিপণ্য বেচাকেনায় ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছেন।
এমতাবস্থায় গন অভ্যুত্থানের ফলে গঠিত সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং সদর উপজেলা এলজিডি নির্বাহী জনাব আজহারুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে অত্র এলাকার জনসাধারন এবং সাধারণ শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষের আর্থ সামাজিক উন্নয়নে এই রাস্তাগুলো সংস্কার করনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত