সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন
মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টার
আজ ২৭ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রাশেদুল হক চৌধুরী মহোদয়।
সভায় জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ সরাসরি পুলিশ সুপারের নিকট তাঁদের পেশাগত সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে সকল সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, পেশাগত শৃঙ্খলা, সতর্কতা, কর্তব্যপরায়ণতা এবং পেশাদারিত্বের মান বজায় রাখা সকল সদস্যের জন্য আবশ্যক। পাশাপাশি তিনি অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে মেনে চলা, বুদ্ধিমত্তা ও নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাটি সমন্বিত কর্মতৎপরতা, সমস্যা নিরসন ও পেশাগত উৎকর্ষ সাধনের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে শেষ হয়।