রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দিনাজপুরে সাবেক এমপির বাড়ি থেকে ইয়াবাসহ ১০ জন আটক রাষ্ট্রীয় আদেশ অমান্য করে সহকারী শিক্ষক সাংবাদিকে লাঞ্ছিত করে মৃত্যুর হুমকি রূপগঞ্জে অপারেশন ডেভিলহান্ট অভিযানে ইউপি সদস্য গ্রেফতার নওগাঁর মান্দা পরানপুর ফেটগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল হাতিয়ায় ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে জয়পুরহাটে ৯ বছরের শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার র‍্যাব-১৩’র অভিযানে একজন দুর্ধর্ষ নৌ ডাকাত গ্রেফতার সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর হাতে ভারতীয় পণ্য জব্দঃ আটক দুই

কুড়িগ্রামে রাষ্ট্রীয় শোক পালনে নির্দেশ উপেক্ষিত: ডিইও বললেন, ধৃষ্টতার সামিল

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সরকারি নির্দেশনা উপেক্ষা করেতে দেখা গেছে কুড়িগ্রামের সর্বত্রই। এলাকার উপজেলা পর্যায়ের সরকারি অফিস ব্যতীত জেলার সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সহ অধিকাংশ প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করতে দেখা যায়নি।
তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সরকারি নির্দেশনা উপেক্ষার করার কারণ জানতে মুঠোফোনে কথা বলেও কোন সদুত্তর পাওয়া যায়নি।
কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট, চিলমারী, রৌমারী, রাজিবপুর, নাগেশ্বরী উপজেলা সদরের সরকারি অফিস ব্যথিত সকল সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে শোক পালনের সরকারি নির্দেশনা সর্বত্রই অমান্য করে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি।
এ প্রসঙ্গে উলিপুর কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম কে ফোন করলে রিসিভ না হওয়ায় সহকারী প্রধান শিক্ষক মোঃ রোস্তম আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “কিসের জন্য পতাকা অর্ধনমিত থাকবে। ওই শিক্ষক উল্টো সাংবাদিকের ওপর চড়াও হয়ে বলেন, তুমি হিন্দু না মুসলমান, সরকার নির্দেশ দিলেই একজন খ্রিস্টান লোকের মৃত্যুতে শোক পালনের কোন যুক্তি আমার কাছে নেই।’ কাগজীপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম জানান, ‘আমি ম্যাসেজ‌ পেয়ে দ্রুত স্কুলে গিয়ে পতাকা অর্ধনমিত করণের বিষয়টি নিশ্চিত করি।
জাতীয় পতাকা অর্ধনমিত না করার বিষয়ে বাকরেরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এদিকে বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা মুঠোফোনে বলেন, নির্দেশ দেওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন রাষ্ট্রের আদেশ নির্দেশ অমান্য করা ধৃষ্টতার সামিল। আর‌ কদমতলা দ্বিমুখী স্কুলের ওই শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, “উনি কিভাবে শিক্ষকতা করেন এটি অবাক কান্ড। উপজেলা মাধ্যমিক অফিসারকে বলে এখুনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত