সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সামান্য লবণ বিক্রেতা কি করে ৭৪টি শিল্পের মালিক: প্রশ্ন মানববন্ধনে কুড়িগ্রাম উলিপুরে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল মেহেরপুর চাঁদবিলে জামায়েত ইসলামির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত পাওনা টাকার জন্য ঝালমু‌ড়িওয়ালার হা‌তে মসলা বি‌ক্রেতা খুন র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আনিস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় সরকারী হালটে পাকা স্থাপনা যোগাযোগ বিড়ম্বনায় ২০ পরিবার দিশেহারা গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের সাথে চলন্ত কার্ভাড ভ্যানের সংঘর্ষ।।আহত-১ রাজারহাটে যানজট নিরসনে জরুরি সভা। চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কমলগঞ্জে যুবকের খণ্ডিত ক্ষতবিক্ষত লাশ উদ্ধার – আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা! ১ম পর্ব

 

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার , সিলেট: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর রেললাইন থেকে এক যুবকের হাত পা বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলা রেলগেইট এলাকা থেকে মরদেহটি উদ্বার করা হয়। সকাল ৮:৩০ মিনিটের দিকে রেললাইনের পাশে একটি হাত পা বিচ্ছিন্ন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

‘স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) ইকবালের সাথে তার পরিবারের লোকজন যোগাযোগ করতে পারছিল না।

পরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইকবালের পরিবার। রেললাইন থেকে উদ্ধারকৃত মরদেহের চেহারা এবং জিডি করা নিখোঁজ ইকবালের ছবির সঙ্গে মিল পাওয়া গেছে।

নিহত ইকবাল হোসাইন (৩০) উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের এলাইচ মিয়ার ছেলে বলে জানা গেছে ।

নিহতের স্বজনরা জানান, ইকবাল তার শ্বশুর বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়।

পরে আজ ২৭ এপ্রিল সকালে কমলগঞ্জের বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ স্বজনদের। হত্যার পর রেললাইনে ফেলে রাখা হয়েছিলো যেন এটি দুর্ঘটনা মনে হয়, এমনটা দাবি করেন তারা।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, উদ্বার করা মৃতদেহ থেকে পাগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরো শরীর ছিন্নভিন্ন অবস্থায় রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত