রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন,উন্নত রাষ্ট্র গড়তে হলে পুলিশকে শক্তিশালী করতে হবে।শনিবার(১৯ এপ্রিল) দুপুর ৩ টায় নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলা বাসীর সহযোগিতা চান।
পুলিশ সুপার বলেন,উন্নত রাষ্ট্র গড়তে হলে
পুলিশকে দুর্বল রেখে রাষ্ট্র উন্নত করা সম্ভব হবেনা।মাদক,জুয়া এবং বাল্য বিবাহ প্রতিরোধে সবাই একসঙ্গে কাজ করতে হবে।এ জেলায় আমি যদি ছয়মাস থাকি তাহলে সকল প্রকারের অপরাধীকে গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন,যিনি মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা, জুয়াড়ু এবং জুয়ায় যারা শেল্টার দেন তাদের সবাই কে আইনের আওতায় আনা হবে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ.মতিনের সভাপতিত্বে এবং এসআই মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন,জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতেহ,জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি,নাগরিক পার্টীর প্রতিনিধি,ইউপি চেয়ারম্যানগণ,সাংবাদিক প্রমূখ।
ওপেন হাউজ ডে-এ মাদক,জুয়া এবং বাল্যবিবাহ বন্ধ, থানায় মানুষের হয়রানি না করা,বিষয়ে আলোচনা হয়।
রোকনুজ্জামান রোকন
উপজেলা প্রতিনিধি
নবাবগঞ্জ (দিনাজপুর)
তা: ১৯-০৪-২০২৫
০১৭২৪৬৬৪৭৮২