সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সামান্য লবণ বিক্রেতা কি করে ৭৪টি শিল্পের মালিক: প্রশ্ন মানববন্ধনে কুড়িগ্রাম উলিপুরে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল মেহেরপুর চাঁদবিলে জামায়েত ইসলামির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত পাওনা টাকার জন্য ঝালমু‌ড়িওয়ালার হা‌তে মসলা বি‌ক্রেতা খুন র‌্যাবের যৌথ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আনিস হত্যাকাণ্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ বোয়ালমারীর ধুলপুকুরিয়ায় সরকারী হালটে পাকা স্থাপনা যোগাযোগ বিড়ম্বনায় ২০ পরিবার দিশেহারা গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাকের সাথে চলন্ত কার্ভাড ভ্যানের সংঘর্ষ।।আহত-১ রাজারহাটে যানজট নিরসনে জরুরি সভা। চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুর জেলা জজ আদালতের জিপি মনোনিত হওয়ায় এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমকে সংবর্ধনা

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী ও হাইকোর্টের আইনজীবী এবং দিনাজপুর জেলা আইনজীবীর সমিতির সিনিয়র সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম জেলা জজ আদালতের সরকারি কৌঁসলি (জিপি) মনোনিত হওয়ায় চাউলিয়াপট্টি খানকাহ রহমানিয়া নূরারী তা’লিমুল কুরআন ও হাফেজিয়া মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় মাদরাসা মিলনায়নে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাখাওয়াত হোসেন সাকু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম। এ সময় তিনি বলেন, সবাই মিলে কাজ করলে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়া সহজ হবে। এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি সাধ্যমত কাজ করবো ইনশাআল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাখাওয়াত হোসেন সাকু বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে পাঁচ শতাধিকের বেশি ছাত্রছাত্রী অধ্যয়ন করে। ১৫ জন শিক্ষকসহ ১৮ জন স্টাফ নিয়ে এই মাদরাসা পরিচালিত হয়। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তি বিষয়ে ও বাংলার পাশাপাশি ইংরেজী মাধ্যমেও পাঠদান করা হয়।
তিনি বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার পর মাদরাসার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তিনি জিপি এ্যাডভোকেট মোঃ ইব্রাহিমের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দীন। আলোচনা শেষে মাদরাসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ তাশরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত