সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
হাসানাত আবদুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : শেখ মাহবুবুর রহমান ময়মনসিংহে কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে দুই জনের মৃত্যু ভূরুঙ্গামারীতে বজ্রপাতে একই পরিবারের ৬ জন আহত ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের অধিবেশন ও কমিটি ঘোষণা কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের আমনুরা খাদ্য গুদামের কর্মকর্তাকে লাঞ্চিতের অভিযোগ জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের দাবিতে উলিপুরে বিক্ষোভ সমাবেশ নবাবগঞ্জে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু পলিথিন বর্জ্য থেকে জ্বালানি তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছিলেন পারভেজ সরকারি সহায়তা পেলে আবারও চালু হবে কার্যক্রম রাজশাহীর আলোকিত হত্যা মামলার আসামি কক্সবাজারে আটক ৫।

গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ পাথরবোঝাই ট্রাক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বিলকলমী সরকারপাড়া গ্রামের মৃত শহীদুল্লা সরকারের ছেলে ট্রাক চালক বিপুল সরকার (৩৫) এবং পাবনার সাথিয়া উপজেলার চিনানাড়ী গ্রামের ট্রাকের হেলপার আবু দাউদ আকাশ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্-নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বুজরুক বোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ট্রাকসহ গাঁজাগুলো জব্দ করা হয়। সেইসঙ্গে ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করে হয়েছে বলেও জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ্-নেওয়াজ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত